বিসিএস ডিজিটাল এক্সপোতে গ্লোবাল ব্র্যান্ডের আয়োজন
ময়মনসিংহের বিসিএস ডিজিটাল এক্সপো এই মেলায় ‘আসুস’ ও ‘লেনোভো’ ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য নিয়ে অংশগ্রহণ করছে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের অন্যতম পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড।
জানা গেছে, ল্যাপটপ এবং রাপু, ব্রাদার, এলজি, এডাটা, এফোরটেক, পান্ডা, টোটোলিংক, ভিভিটেক ও হান্টকি ব্র্যান্ডের কম্পিউটার এক্সেসোরিজ নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।
মেলার গোল্ড স্পন্সর হিসেবে থাকছে গ্লোবাল ব্র্যান্ড। এদিকে, মেলা উপলক্ষে আসুস ও লেনেভোর পক্ষ থেকে রয়েছে বিশেষ অফার। আসুসের পক্ষ্য থেকে রয়েছে ‘আসুস স্ক্র্যাচ অ্যান্ড উইন’ শীর্ষক বিশেষ অফার। এই অফারের আওতায় আসুস ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ল্যাপটপ , জেনফোন, রাউটার , উইন্টার জ্যাকেট এবং টি-শার্টসহ অরো আকর্ষণীয় সব উপহার।
অন্যদিকে, লেনোভোর পক্ষ্য থেকে রয়েছে ‘নিউ ইয়ার ফেসটিভাল ’শীর্ষক বিশেষ অফার। । এই অফারের আওতায় লেনোভো ল্যাপটপ বা অল-ইন-ওয়ান পিসি ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ট্যাবলেট পিসি,এলিডি টিভি, স্মার্টফোন, টাচ মোবাইল ফোন, পেনড্রাইভ, ব্রাদার প্রিন্টার, পান্ডা ইন্টারনেট সিকিউরিটি, মাউস বা টি-শার্ট।
এছাড়াও আসুসের পক্ষ্য থেকে গেমারদের জন্য আয়োজন করা হয়েছে সাইবার গ্যামিং প্রতিযোগিতা। সাইবার গ্যামিং প্রতিযোগিতার জন্য আসুসের রয়েছে গেমিং জোন। গ্লোবাল ব্র্যান্ড মেলায় ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাবার আশা প্রকাশ করছে।
আরএম/এসকেডি/আরআইপি