ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

জুনে আসছে নতুন ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ৩

প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

জুনের মধ্যেই বাজারে আসছে চীনা প্রতিষ্ঠান ওয়ান প্লাসের নতুন ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ৩। ওয়ান প্লাসের মতে, এটি তাদের প্রথম ফোন ওয়ান প্লাস ওয়ানের মতোই ব্যবহারকারীকে আকৃষ্ট করবে।

ওয়ান প্লাসের সহপ্রতিষ্ঠাতা কার্ল পেই বলেন, ওয়ান প্লাস ৩ এ বছরের জুন মাসের দিকে উন্মুক্ত করা হবে। তবে নতুন এই ফোনের ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ কার্ল পেই। তিনি কেবল এতটুকু বলেছেন, এটি বিশ্ব প্রযুক্তির বাজারে প্রভাব বিস্তার করা পণ্যে পরিণত হবে। ফোনটি অবশ্যই ২০১৪ সালে আসা ওয়ান প্লাস ১ এর মতোই ব্যবহারকারীকে আকৃষ্ট করবে।

আর ওয়ান প্লাস ২ এর চেয়ে এতে আলাদা নতুন ডিজাইন থাকবে বলেও জানিয়েছেন তিনি। যদিও বিক্রির দিক থেকে ওয়ান প্লাস ১ এর চেয়ে ওয়ান প্লাস ২কে ব্যবসাসফল বলা যায়। পেই স্বীকার করেন, বর্তমান স্মার্টফোনের বাজার খুব কঠিন। আর তরুণরা সাশ্রয়ী দামে নতুন ব্রান্ডের এবং ভালো কোয়ালিটির ফোন চান।

২০১৩ সালে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।   

আরএম/এনএফ/এমএস