ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বরিশাল প্রেসক্লাবে রবির ইন্টারনেট কর্নার চালু

প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

কর্পোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে বরিশাল প্রেসক্লাবে ইন্টারনেট কর্নার চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। বৃহস্পতিবার থেকে এই সুবিধা ভোগ করছেন স্থানীয় সাংবাদিকরা।

এ পদক্ষেপের মাধ্যমে প্রেসক্লাবের সদস্যরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রবির বিশ্বাস, তথ্য ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এই সুযোগটি ভূমিকা রাখবে। রবি ইতোমধ্যে চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা প্রেসক্লাবে ইন্টারনেট কর্নার স্থাপন করেছে।  

বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসিরউদ্দিন বাবু ও রবির কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেসপনসিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইন্টারনেট কর্নারটির উদ্বোধন করেন। এসময় প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য এবং রবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএম/এনএফ/এমএস