ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পলক

প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাজিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেলিযোগাযোগ খাতের সবচেয়ে বড় প্রদর্শনী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) এর ২০১৬ আসরে যোগ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া চারদিনের এই প্রযুক্তিমেলায় বাংলাদেশের রিভ সিস্টেমস-এর নিজস্ব প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন তিনি।

এসময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ডাক টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম তথ্য-প্রযুক্তি ব্যবস্থাপক মোহাম্মদ আরফে এলাহী ও আন্তর্জাতিক প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

বিভিন্ন পণ্য ও সেবা পর্যবেক্ষণ শেষে অতিথিবৃন্দ প্রযুক্তি শিল্পের বিকাশে রিভের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন রিভ সিস্টেমসের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও এম রেজাউল হাসানের সঙ্গে। এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন রিভের হেড অব গ্লোবাল সেলস রায়হান হোসেন।

প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে, নাম্বার পোর্টাবিলিটির সহায়কের পাশাপাশি এমডব্লিউসি-তে রিভ সিস্টেমস প্রদর্শিত অন্যান্য পণ্য ও সেবার মাঝে উল্লেখযোগ্য ‘আইটেল মোবাইল ডায়লার’ ও ‘আইটেল সুইচ’।

আরএম/বিএ