ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বিনামূল্যে সিম রেজিস্ট্রেশনে বিটিআরসির চাপ

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

যেকোনো উপায়েই বিনামূল্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন নিশ্চিত করতেই হবে আবারো অপরেটরদের সতর্ক করলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি দেশের মোবাইল অপারেটরদের কাছে ৬টি নির্দেশনা সম্বলিত একটি চিঠি পাঠিয়েছে কমিশন।

অনিবন্ধিত সিমের মাধ্যমে সংগঠিত সন্ত্রাসী কার্যক্রম রোধে গত বছর ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন ও পুনঃনিবিন্ধন শুরু হয়। শুরু থেকেই এ কার্যক্রম নিয়ে নানা অভিযোগ ছিল।

এমনকি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের ফেসবুক পেজে সিম নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে টাকা নেয়া হচ্ছে এমন অভিযোগ আসে।

এ বছরের শুরুতে ২৮ জানুয়ারি মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে গ্রাহকের কাছ থেকে অর্থ নিয়ে নিবন্ধন কার্যক্রম চালানো যাবে না- এমন অভিযোগ পেলে অভিযুক্ত রিটেইলারের অনুমোদন বাতিল করার নির্দেশ দেন তিনি।

এরপর অভিযোগের বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন মার্কেটে অভিযান চালান তারানা হালিম।

আরএম/এসএইচএস/এবিএস