বৃহস্পতিবার থেকে আইসিটি এক্সপো শুরু
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার দ্বিতীয় বারের মত বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬ শুরু হচ্ছে। তিনদিন ব্যাপী চলবে এই আসর। সরকারের আইসিটি ডিভিশন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই মেলার আয়োজন করেছে এই এক্সপো।
আইসিটি এক্সপোকে স্বার্থক ও সফল করতে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, মেলার প্লাটিনাম স্পন্সর মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির, ডেলের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান এবং মেলার আহ্বায়ক নজরুল ইসলাম মিলন প্রমুখ।
এসময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দক্ষ জনশক্তি গড়ে তুলে এই দেশেও হার্ডওয়্যার শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব। এতে করে স্মার্টফোন, ট্যাব ও ল্যাপটপের মত ডিজিটাল ডিভাইসের আমদানি নির্ভরতা কমবে। মেলায় প্রবেশের জন্য কোনো ফি লাগবে না। সবার জন্য মেলাটি উন্মুক্ত। মেলা প্রাঙ্গণে প্রবেশ করেই বিনামূল্যে ব্যবহার করা যাবে উচ্চগতির ইন্টারনেট। প্রদর্শনী উপভোগে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের বিশেষ সহায়তা করা হবে। থাকবে কঠোর নিরাপত্তা।
তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য প্রদর্শনী উপলক্ষে লোকাল ম্যানুফ্যাকচারিং অ্যাওয়ার্ড, ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড, বেস্ট টেকনোলজি প্রোডাক্ট অ্যাওয়ার্ড, বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ডসহ বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড ও সম্মাননা দেওয়া হবে।
আরএম/এসএইচএস/এমএস