ডব্লিউএসআইএস পুরস্কারে হ্যাট্রিকের পথে বাংলাদেশ
২০১৬ সালের ‘ডব্লিউএসআইএস অ্যাওয়ার্ড’ (WSIS Award-2016)-এর জন্য তৃতীয়বারের মত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের ৪টি উদ্যোগ মনোনীত হয়েছে।
উদ্যোগগুলো হল, সেবা পদ্ধতি সহজিকরণ-এসপিএস (ক্যাটাগরি-০৬), পরিবেশ অধিদফতরের অনলাইন ছাড়পত্র (ক্যাটাগরি-০৭), শিক্ষক বাতায়ন (ক্যাটাগরি-০৯) এবং কৃষকের জানালা (ক্যাটাগরি-১৩)।
গত ২ বছরের মত এখন শুধুমাত্র ভোটের মাধ্যমে এই তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে সন্মানজনক পুরস্কার বাংলাদেশের জন্য নিশ্চিত ও হ্যাট্রিকের স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব।
প্রাথমিকভাবে মনোনীত এ ৪টি উদ্যোগকে চূড়ান্ত বিজয়ী করতে এবং বিশ্বের অন্যান্য দেশের উদ্যোগের সাথে প্রতিযোগিতায় লড়াই করে পরপর ৩ বার এই শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য ভোট দরকার। আর একটা ই-মেইল এ্যাড্রেস থাকলেই ভোট দেয়া সম্ভব। ভোট প্রদানের শেষ সময় আগামি ১০ মার্চ।
‘ডাব্লিউএসআইএস (WSIS) অ্যাওয়ার্ড’ এ ভোট প্রদানের জন্য http://goo.gl/4fRVNh লিংকে গিয়ে ভোট অংশে এ ক্লিক করতে হবে। এছাড়া ভোট প্রদানের নিয়মাবলী https://goo.gl/ahMTJO এই ঠিকানায় আছে। এখন প্রথম ক্যাটাগরি থেকে পছন্দ অনুযায়ী ভোট দেয়া যাবে, মোট ১৮টি ক্যাটাগরিতে ভোট দেয়া যাবে।
এআরএস/আরআইপি