ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বাংলালিংকে ৪৬৮ জনের ‘স্বেচ্ছায় অবসর’

প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১০ মার্চ ২০১৬

নানা নাটকীয়তার শেষে ভলেন্টারি সেপারেশন স্কিম (ভিএসএস) বা ‘স্বেচ্ছায় অবসর’ কর্মসূচির আওতায় মোবাইল অপারেটর বাংলালিংকের ৪৬৮ জনকে চাকরি থেকে ইস্তফা দিতে হয়েছে। পূর্বঘোষিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী টিমভিত্তিক বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বাংলালিংকের সঙ্গে তাদের সর্ম্পকোচ্ছেদ হলো।  

বাংলালিংকের প্রস্তাবিত এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি উজ্জ্বল পাল অবশ্য জাগো নিউজকে অভিযোগ করেন, ‘সকাল থেকেই ডিপার্টমেন্ট অনুযায়ী কর্মীদের আলাদাভাবে ছাঁটাই শুরু হয়। আমরা যারা এখনো কর্মরত রয়েছি তারা আতঙ্কের মধ্যে আছি। কখন আবার কাকে ছাঁটাই করা হয়।’

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংকের ভিএসএস কার্যক্রমসহ ট্রেড ইউনিয়নের কর্মীদের চাকরিচ্যুতি, বদলি, সাময়িক বরখাস্ত, বরখাস্ত ও বেতন বন্ধ করার সকল কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত। কর্মী হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, ট্রেড ইউনিয়ন কার্যক্রমে বাধা দানের অভিযোগে বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের শ্রম আদালতে করা মামলার পরিপ্রেক্ষিতে গত ২৯ ফেব্রুয়ারি আদালত ওই রায় দিয়েছিলেন। এ বিষয়ে ১০ দিনের মধ্যে কারণ দর্শাও নোটিশও জারি করেন আদালত। এরপর বাংলালিংক কর্তৃপক্ষের আবেদনে ভিএসএসের ওই অস্থায়ী নিষেধাজ্ঞা গত সোমবার উচ্চ আদালত স্থগিতাদেশ দিলে অনেকটা তড়িঘড়ি করেই ভিএসএস কর্মসূচি বাস্তবায়িত হলো।

আরএম/এনএফ/পিআর

আরও পড়ুন