ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

কুইজ বিজয়ীরা জিতে নিলেন গ্যালাক্সি জে১ নেক্সট ডিভাইস

প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১৪ মার্চ ২০১৬

টি২০ এশিয়া কাপ ২০১৬ উপলক্ষে স্যামসাং মোবাইল বাংলাদেশ স্যামসাং-এর ফেসবুক পেইজে জে-২০ কুইজ ক্যাম্পেইন শুরু করে।  জে-২০ কুইজ সিরিজ চলাকালে বাংলাদেশের প্রচুর আগ্রহী প্রতিযোগিরা এতে অংশগ্রহণ করেন।

এই কুইজ ক্যাম্পেইনটি ১.১ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিলো এবং এতে ৯ হাজার প্রতিযোগী এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই ক্রিকেট মৌসুমের সবচেয়ে আকর্ষণীয় কুইজ ক্যাম্পেইনের এইসব উদ্যমী অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষ ২০ জন প্রতিযোগীকে কুইজ বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং উ লী, জে-২০ কুইজ বিজয়ীদের হাতে গ্যালাক্সি জে১ নেক্সট ডিভাইস তুলে দেন।

আরএম/জেএইচ/আরআইপি