রেজিস্ট্রেশন চলছে বিডিনগের পঞ্চম সম্মেলনের
বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম বিডিনগ ও ইন্টারনেট অপারেশনাল নেটওয়ার্ক (আইওএন) সম্মেলন। আগামী ৭ থেকে ১১ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্মেলনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
জানা গেছে, সম্মেলনে এক দিন আইওএন সম্মেলন ও বাকি চার দিন টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় টেলিকম ও আইএসপি প্রকৌশলীদের জন্য আইপিভি৪/ আইপিভি৬ রাউটিং এবং লিনাক্স সিস্টেম এডমিন ও সার্ভিসেস বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। অন্যদিকে ইন্টারনেট সোসাইটি বিডিনগের সঙ্গে ১১ এপ্রিল তাদের আইওএন কনফারেন্স করবে।
বিডিনগ ট্রাস্টি এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম বলেন, বাংলাদেশের ইন্টারনেটের সার্বিক ব্যবস্থাপনার উন্নতি করতে হলে আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের যারা ইন্টারনেটের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছে, তাদের জ্ঞান ও পেশাদারিত্ব বাড়াতে হবে। এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক এক্সপার্টরা একসঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করে। ফলে গত কয়েক বছর দেখছি বিভিন্ন প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের স্কিলস বাড়ছে।
এবারের সম্মেলন সম্পর্কে বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুৎ বলেন, বাংলাদেশের ইন্টারনেট পরিচালনা প্রযুক্তি বিষয়ক এই সম্মেলনে প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল রিসার্চ সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য ভালো ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে নিয়মিতভাবে বিডিনগ সম্মেলন আয়োজন করে আসছে।
সম্মেলনের অনলাইন রেজিস্ট্রেশনের পাশাপাশি ইন্টারনেট পরিচালনা প্রযুক্তি বিষয়ক গবেষণা পত্র আহ্বান করা হয়েছে। রেজিস্ট্রেশন ও সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানা যাবে বিডিনগ -এর ওয়েবসাইটে। -সংবাদ বিজ্ঞপ্তি
আরএস/আরআইপি