ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

অভিনব কায়দায় অ্যামাজনের সামগ্রী লুট

প্রকাশিত: ১২:১৮ পিএম, ১৭ মার্চ ২০১৬

অভিনব কায়দায় অনলাইনে পণ্য-সামগ্রী কেনাবেচার সাইট অ্যামাজন ও ফ্লিপকার্টের বিভিন্ন পণ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতের দুই যুবকের বিরুদ্ধে। দীর্ঘ চার মাস ধরে বিভিন্ন পণ্য হাতিয়ে নেওয়ার পর পুলিশের হাতে ধরা পড়েছে ওই দুই যুবক।

আটক দুই যুবক হলেন, ইয়াহিয়া ইশাক ও তার ভগ্নিপতি শাহারোজ আনসারি। আটক করার পর বেরিয়ে এসেছে তাদের চুরির এই ‘অভূতপূর্ব’ কাহিনী।

`চোখে ধূলা দেওয়া` প্রবাদ অহরহই শোনা যায়। তবে এই দুই যুবক ধূলা নয় কার্যসিদ্ধির মূল অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বালি।

দেশটির পুলিশ কর্মকর্তারা জানান, অভিযুক্ত দুই যুবক অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে স্মার্টফোন, ল্যাপটপ, ক্যামেরা, ডিভিডি প্লেয়ারের মতো নানা রকমের ইলেকট্রনিক্স সামগ্রী কিনতেন। অ্যামাজন, ফ্লিপকার্টের ‘ডেলিভারি বয়’ যখন তাদের অর্ডার করা ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে বাড়িতে ‘ডেলিভারি’ দিতে আসতেন, তখন তাদের একজন ওই ডেলিভারি বয়কে কথায় মজিয়ে রাখতেন।

এ সময় অন্যজন ‘ডেবিট কার্ড’ দিয়ে টাকা তোলার নামে ওই সামগ্রী নিয়ে কিছুক্ষণের জন্য উধাও হয়ে যেতেন। ওই সময়ের মধ্যেই তিনি ‘ডেলিভারি বয়ে’র চোখের আড়ালে গিয়ে বাক্স খুলে জিনিসটি বের করে নিতেন। এরপর বাক্সের ভেতরে সমান ওজনের বালি ভরে খুব নিপুণভাবে সেই বাক্সটিকে আবার আগের মতোই ‘সিল’ করে দিতেন। ফিরে এসে বলতেন, ডেবিট কার্ডে টাকা নেই। জিনিসটা আপনি ফেরত নিয়ে যান।

দামি সামগ্রী দীর্ঘদিন ধরে এভাবেই লুট করে আসছিলেন ওই দুই যুবক। কিন্তু চার মাস পর পুলিশের জালে ধরা পড়তে বাধ্য হয়েছেন তারা। আনন্দবাজার।

এসআইএস/এবিএস