স্টার্টআপ জার্নি : লার্ন ফ্রম সিলিকন ভ্যালি শীর্ষক সেমিনার
স্টার্টআপের যাত্রা ও স্টার্টআপ তৈরিতে অনুপ্রাণিত করতে ‘স্টার্টআপ জার্নি : লার্ন ফ্রম সিলিকন ভ্যালি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলিকন ভ্যালি ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা ড. আনিসউজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন বেসিস সভাপতি ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান। সভাপতিত্ব করেন আইবিএ পরিচালক প্রফেসর ড. একেএম সাইফুল মজিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের বেশ কয়েকটি উদ্যোগ এখন বিশ্বের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। নিউজক্রেড, গ্রাফিক পিপল, টাইগার আইটি, রিভ সিস্টেমস, ডাটাসফট, লিডস সফট, বিডিজবস, জেনুইটি আইটিসহ অনেক উদ্যোগ এখন বাংলাদেশকে বহি:বিশ্বে স্বগৌরবে তুলে ধরছে। আর এসব উদ্যোগের পিছনে রয়েছে উদ্যোক্তাদের দেশ এমনকি বিশ্বকে বদলে দেওয়ার স্বপ্ন। আমাদের তরুণকে এ ধরণের বড় স্বপ্ন দেখতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইবিএ’র প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হক মামুন, প্রফেসর ড. জাওয়াদুর রহমান জাহিদ, প্রফেসর নিয়াজ আহমেদ, অ্যাসোসিয়েট প্রফেসর মুস্তাক আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হুমায়রা লতিফা আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সৈয়দা মাহরুফা বাশার, লেকচারার ফারহান ইমতিয়াজ, এটিএম জাকারিয়া খান প্রমুখ।
আরএম/এআরএস/আরআইপি