ভিডিও EN
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামের মূল্য ৩৫ বিলিয়ন ডলার

প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৪ ডিসেম্বর ২০১৪

ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামের বাজারমূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৫০০ কোটি ডলারে। আর্থিক মূল্য বিবেচনায় তা শীর্ষ মাইক্রোব্লগিং সাইট টুইটারকে ছাড়িয়ে গেছে।
 
২০১২ সালের এপ্রিলে ১০০ কোটি ডলারে ইনস্টাগ্রামকে অধিগ্রহণ করে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সে সময় ছবি শেয়ারিং সাইটটির ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র তিন কোটি।

মূলত ইনস্টাগ্রামের অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মোচনের পর থেকে ধারাবাহিকভাবে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে। অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মোচনের দিনই এর ডাউনলোড সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান সিটিগ্রুপের তথ্য অনুযায়ী, গত নয় মাসে ইনস্ট্রাগ্রামের ব্যবহারকারী বেড়েছে ৫০ শতাংশ হারে।