ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

বর্ষাকালে নৌপথে ভ্রমণে করণীয়

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৭ জুন ২০২৫

শুরু হয়েছে বর্ষাকাল। বর্ষাকালে নৌপথে ভ্রমণ যেমন রোমাঞ্চকর; তেমনই আরামদায়ক। নদীমাতৃক দেশে নৌভ্রমণে নৌযানের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। তাই প্রমোদ তরী, লঞ্চ, ফেরি, স্পিড বোট, ট্রলার ও ইঞ্জিনচালিত নৌকায় ভ্রমণ করতে হয়। তবে এসব বাহনে ভ্রমণের সময় একটু সতর্ক থাকতে হয়।

নৌযানে ভ্রমণে করণীয়
১. সামর্থ থাকলে নরমাল বা শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন ভাড়া নিতে পারেন।
২. যে কোনো কেবিন ভাড়া নিলে আপনার মালামাল নিশ্চিন্তে রাখতে পারবেন।
৩. নরমাল ডেকে ভ্রমণ করতে চাইলে মালামাল নিরাপদে নিজের সামনেই রাখতে হবে।
৪. নৌযানের টিকিট কাটতে দালালদের যথাসম্ভব এড়িয়ে চলুন। তাদের মিষ্টি কথায় ভুলবেন না।
৫. যাত্রাপথে অবশ্যই সঙ্গে বিছানা চাদর বা বড় কাপড় রাখবেন। তাহলে এর ওপরই বসতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬. শিশু ও বৃদ্ধদের নিজের কাছে রাখতে চেষ্টা করুন। বিপদ যে কোনো সময়ই হতে পারে।
৭. অপরিচিত কারও সঙ্গে সাময়িক সম্পর্ক স্থাপন করলে ক্ষতি হতে পারে।
৮. দূরের ভ্রমণে বেশ কয়েকজন থাকলে পালাক্রমে ঘুমানোর চেষ্টা করতে পারেন।
৯. সময়-অসময়ে বা কৌতূহলবশত নৌযানের একেবারে কিনারায় যাবেন না।
১০. নদীতে বাতাস থাকলে ছোট নৌযান বা স্পিড বোটে ভ্রমণ না করাই ভালো।
১১. নৌযানে ভ্রমণের আগে অবশ্যই আবহাওয়া সম্পর্কে খোঁজ-খবর নিতে হবে।
১২. অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ, স্টিমার, নৌকা, স্পিড বোটে ভ্রমণ করবেন না।
১৩. নৌপথে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ভ্রমণে না যাওয়াই ভালো।
১৪. ইঞ্জিনচালিত নৌকায় ভ্রমণ করতে চাইলে লাইফ জ্যাকেট সঙ্গে নেবেন।
১৫. সাঁতার না জানা কাউকে ছোট নৌযানে ভ্রমণে না নেওয়াই ভালো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/এমএস

আরও পড়ুন

বিজ্ঞাপন