ভিডিও EN
  1. Home/
  2. ভ্রমণ

৬ শর্তে ভ্রমণ করতে পারবেন কেওক্রাডং পর্বতে

ভ্রমণ ডেস্ক | প্রকাশিত: ০৪:০০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫

দুই বছর বন্ধ থাকার পর ১ অক্টোবর থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের অন্যতম পর্যটন স্পট কেওক্রাডং পর্বত। তবে এখানে ভ্রমণ করতে এবার ৬টি শর্ত মানতে হবে পর্যটকদের।

২৯ সেপ্টেম্বর বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন।

৬টি শর্ত হলো:
১. সার্বিক আইন-শৃখলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার যেসব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করা হয়েছে; সেসব পর্যটনকেন্দ্র ছাড়া উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে।

২. জেলা বা উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইড ছাড়া ভ্রমণ করা যাবে না।

আরও পড়ুন
কেওক্রাডং পাহাড়ে কীভাবে যাবেন কোথায় থাকবেন?
বগালেক ও কেওক্রাডং ভ্রমণ

৩. পর্যটনকেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট বা পর্যটন তথ্য সেবাকেন্দ্রে চাওয়া তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।

৪. পর্যটকেরা উপর্যুক্ত নির্দেশনাসমূহ অমান্য করা হলে তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নিকটবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করতে হবে।

৫. পাহাড়ি রাস্তায় চলাচলের অনুপযোগী ও ফিটনেসবিহীন সব যানবাহন উল্লিখিত পর্যটনকেন্দ্রসমূহে চলাচল নিষিদ্ধ থাকবে এবং পর্যটকবাহী সব যানবাহন চলাচল নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

৬. অযাচিত যে কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং পর্যটন শিল্পের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এসইউ/জেআইএম

আরও পড়ুন