নামহীন প্রতিবাদ: দেয়ালে ফুঁসে উঠছে জনঅসন্তোষ
রাজনীতি যখন দুর্বোধ্য ভাষায় কথার মারপ্যাঁচে ঘুরপাক খায়, তখন কিছু নির্ভীক কণ্ঠ নিজেকে প্রকাশ করে রঙিন কাগজের গায়ে। রাজধানীর শাহবাগে সম্প্রতি এমনই কিছু পোস্টার দেখা গেছে, যেখানে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’ আমলের নানা দুঃশাসনের অভিযোগ তুলে ধরা হয়েছে। কিন্তু এ পোস্টারিংয়ের পেছনে কে বা কারা রয়েছে তার কোনও নাম-পরিচয় নেই। নেই কোনো সংগঠনের সিল কিংবা দাবি; আছে শুধু সাহসী কিছু বাক্য আর নিঃশব্দ প্রতিবাদ। ছবি: মাহবুব আলম
-
এক সময়ের গণজাগরণ মঞ্চের প্রাণকেন্দ্র শাহবাগ আজও প্রতিবাদের এক প্রতীকী জায়গা। এখানে মাঝে মাঝেই নানা দাবিতে সরব হন শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক কর্মী কিংবা নিঃস্বার্থ কোন আন্দোলনকর্মী। আর সেই ধারাবাহিকতায় শাহবাগের দেয়ালে হঠাৎ করে উঁকি দিচ্ছে এক ধরনের পোস্টার।
-
কিন্তু কৌতূহলের বিষয় হলো-এই পোস্টারগুলোতে কোনো দলের নাম নেই, নেই কোনো স্বাক্ষর বা সংগঠনের পরিচয়। যেন কেউ গোপনে রাতের অন্ধকারে ছড়িয়ে দিয়েছে নিজের ক্ষোভ।
-
সাধারণত রাজনৈতিক পোস্টারিংয়ের ক্ষেত্রে দল বা সংগঠনের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকে। কিন্তু এই পোস্টারগুলোর ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম।
-
শাহবাগের এই নামহীন পোস্টার শুধু কিছু কাগজে ছাপা শব্দ নয়-এটি এক ধরনের সামাজিক মনস্তত্ত্বের বহিঃপ্রকাশ। যেখানে ভয় আর অভিমান মিশে গিয়ে জন্ম দেয় ‘নামহীন প্রতিবাদ’।
-
হয়তো এই পোস্টারের পেছনে থাকা মানুষরা চায় না আলোতে আসতে। কিন্তু তারা যে অন্ধকারেই প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে।