নির্বাচনের পোস্টার ও ব্যানার, নির্দেশনা মানা হচ্ছে কি?
ঢাকা জেলার ১১, ১৩ ও ১৭ নং আসনে এবার নির্বাচনী প্রচারণার দৃশ্যমান রূপ নতুন এক মাত্রা পেয়েছে। প্রার্থীদের জন্য জারি করা কঠোর আচরণবিধি অনুসারে, পোস্টার ও ব্যানারের ক্ষেত্রে কিছু স্পষ্ট নিয়ম মানা বাধ্যতামূলক। ছবি: মাহবুব আলম
-
শুধুমাত্র সাদাকালো ব্যবহার করতে হবে; রঙিন পোস্টার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্লাস্টিক ব্যানার ব্যবহার নিষিদ্ধ; সেক্ষেত্রে কাপড় বা অন্য পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা যেতে পারে।
-
এই নিয়মের উদ্দেশ্য হলো পরিবেশ বান্ধব প্রচারণা নিশ্চিত করা এবং নির্বাচনী এলাকায় দৃষ্টিকটু প্লাস্টিক ব্যবহার কমানো।
-
ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অনেক প্রার্থী কাপড়ের পোস্টার ব্যবহার করছেন, যা নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ব্যানারের ক্ষেত্রে এখনও প্লাস্টিক ব্যানার চোখে পড়ছে, যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল।
-
নির্বাচন কমিশন এই কঠোর নির্দেশনার মাধ্যমে প্রার্থীদের সতর্ক করছেন। নিয়ম মেনে চললে শুধুমাত্র পরিবেশ রক্ষা হয় না, ভোটারদের কাছে প্রার্থীদের দায়িত্বশীলতার ইঙ্গিতও পাওয়া যায়।
-
ঢাকার ১১, ১৩ ও ১৭ নং আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নির্বাচনী আচরণবিধি মানার ক্ষেত্রে এখনও কিছু অসামঞ্জস্য দেখা যাচ্ছে। তবে সঠিক প্রচারণা ও নিয়মনীতি মেনে চললে পরিবেশ বান্ধব ও দায়িত্বশীল নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
-
সাদাকালো পোস্টার ও কাপড়ের ব্যানার ব্যবহার করে অনেক প্রার্থী সচেতন প্রচারণার দৃষ্টান্ত স্থাপন করছেন, তবে কিছু ক্ষেত্রে নিয়ম অমান্য হওয়ায় সতর্কতার প্রয়োজন রয়েছে।