প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়, টার্গেট জামায়াতের সমাবেশ
জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে রাজধানীমুখী নেতাকর্মীদের ঢল নেমেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ট্রেনযোগে দলে দলে ছুটে আসছেন দলীয় কর্মী-সমর্থকরা। ছবি: নাহিদ সাব্বির
-
ফলে সকাল থেকেই বিভিন্ন রেলস্টেশন, বিশেষ করে আন্তঃনগর ও মেইল ট্রেনগুলোর প্ল্যাটফর্মে দেখা গেছে উপচে পড়া ভিড়।
-
কারও হাতে জামায়াতের পতাকা, কারও গলায় ঝোলানো ব্যাগ-সবার একটাই গন্তব্যে, ঢাকার সমাবেশস্থলে উপস্থিতি নিশ্চিত করা।
-
নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার নজরদারিতেও রেলস্টেশনগুলোতে তৈরি হয়েছে বিশেষ তৎপরতা।
-
নেতাকর্মীরা ঢাকায় আসতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন, বিগত সরকারের দমনপীড়নের কারণে জামায়াত দীর্ঘদিন এমন সমাবেশ আয়োজন করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর এই সুযোগ তৈরি হয়েছে। তাই দলীয় নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক জনসমাগম করার লক্ষ্যে তারা সমাবেশে এসেছেন।
-
সমাবেশেকে কেন্দ্র করে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কমলাপুর রেলস্টেশনে বাড়তি ভিড় দেখা গেছে।