মেট্রোরেল আজ যেন মিছিলবাহী ট্রেন
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ০১:৫৭ পিএম, ১৯ জুলাই ২০২৫
সকালের ব্যস্ততা, অফিসগামী মানুষের ভিড়-এটাই ঢাকার মেট্রোরেলের চেনা চিত্র। কিন্তু আজ ছিল একেবারেই ভিন্ন দৃশ্য। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ ঘিরে রাজধানীর মেট্রোরেলেও দেখা গেছে নেতাকর্মীদের চোখে পড়ার মতো উপস্থিতি। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
কারও হাতে দলীয় পতাকা, কারও কাঁধে ব্যানার-মেট্রোরেলের প্রতিটি কামরাই যেন রূপ নিয়েছিল একটি চলন্ত মিছিলে।
-
স্টেশন থেকে স্টেশনে থামছে ট্রেন, উঠছেন দল বেঁধে আসা কর্মীরা।
-
কামরার ভেতরে উচ্চস্বরে স্লোগান না থাকলেও চোখেমুখে ছিল স্পষ্ট উদ্দেশ্য-সমাবেশে যোগ দেওয়া।
-
কেউ দাঁড়িয়ে, কেউ বসে সবাই যেন ছুটছেন এক দিকেই।
-
আজকের দিনে মেট্রোরেল হয়ে উঠেছে কর্মসূচিমুখী জনতার নির্ভরযোগ্য বাহন।