সন্তান হারানো মায়ের কান্নায় নীরব রাস্তা, স্বেচ্ছাসেবকরা করছেন খোঁজ

প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২১ জুলাই ২০২৫ আপডেট: ০৭:৫৯ পিএম, ২১ জুলাই ২০২৫

চারপাশে ছিল স্বাভাবিক দিনের মতোই কোলাহল। মাইলস্টোন স্কুলের পাশ দিয়ে কেউ যাচ্ছিল দোকানে, কেউ ফিরছিল নামাজ পড়ে। কেউ কেউ হয়তো তখনো স্কুলের ছুটির অপেক্ষায়। কিন্তু দুপুর ১টা ৬ মিনিটে আচমকাই ছন্দপতন। বিকট শব্দ আর আগুনের হলকা যেন মুহূর্তে থমকে দিল পুরো এলাকার নিশ্বাস। রাজধানীর উত্তরা এলাকার ব্যস্ত সড়কে তখন নেমে এল এক বিষণ্ন নীরবতা। ছবি: মাহবুব আলম ও জাগো নিউজ