একটি শিক্ষাপ্রতিষ্ঠান, একদিনের বিভীষিকা, এখনো থামেনি মানুষের ভিড়

প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২১ জুলাই ২০২৫ আপডেট: ০৮:৫৮ পিএম, ২১ জুলাই ২০২৫

একটি শান্ত শিক্ষাঙ্গন, যেখানে প্রতিদিন ঘন্টাধ্বনিতে মুখরিত হয় আঙিনা-সেই মাইলস্টোন কলেজ এখন যেন স্মরণকালের বিভীষিকার এক দৃশ্যপট। বিমান বিধ্বস্তের সেই ভয়াল ঘটনার পর কেটে গেছে বেশকিছু ঘণ্টা, তবুও থামেনি মানুষের কৌতূহলী ভিড়, থামেনি স্বজন হারানোদের কান্না। যেখানে বই খোলা থাকার কথা ছিল, সেখানে এখন ছড়িয়ে আছে বিমানের ধ্বংসাবশেষ, আর আকাশের দিকে তাকিয়ে থাকা আতঙ্কিত চোখ। ছবি: হাসান আদিব