সাজেকে পাহাড় ধসে বিচ্ছিন্ন যোগাযোগ
রাঙামাটির সাজেক ভ্যালিতে ঘটে গেল পাহাড় ধসের অপ্রত্যাশিত ঘটনা। খাগড়াছড়ির সঙ্গে এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার গভীর রাতে টানা ভারী বর্ষণে সাজেক-বাঘাইহাট সড়কের একাধিক স্থানে পাহাড় ধসে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নন্দরাম এলাকায়। ছবি: আরমান খান
-
নন্দরাম ছাড়াও চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায়ও ধসে পড়েছে পাহাড়ের মাটি। এতে সড়কে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়।
-
ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কাজে নামে। তবে নন্দরামে ধসের পরিমাণ বেশি হওয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো হচ্ছে এস্কেভেটর। বর্তমানে সাজেক এলাকায় ৪২৫ জন পর্যটক আটকা পড়ে আছেন। তারা কেউই ফিরতে পারছেন না, আবার নতুন করে কেউ ঢুকতেও পারছেন না।
-
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, ধসে পড়া এলাকায় শুধু মাটি নয়, বিশাল আকৃতির পাথর ও উপড়ে যাওয়া গাছও সড়ক আটকে রেখেছে।
-
স্থানীয় বাসিন্দারা হাত লাগিয়েছেন সড়ক পরিষ্কারের কাজে। তবে ভারী যন্ত্রপাতি ছাড়া বড় পাথর ও গাছ সরানো সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি।
-
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করছে। প্রাকৃতিক দুর্যোগের এ ঘটনাকে ঘিরে আতঙ্কিত হলেও এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।