ওসমান হাদি ইস্যুতে উত্তাল সচিবালয় এলাকা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সচিবালয় এলাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু নেতারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের একাধিক ব্যারিকেড ভেঙে পড়ে। এ সময় সচিবালয় রোডজুড়ে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা, সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। ছবি: মাহবুব আলম
-
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন ডাকসুর সাবেক ও বর্তমান নেতারা। এ কর্মসূচির নেতৃত্ব দেন সাদিক কায়েম।
-
দুপুর দেড়টার দিকে হাইকোর্ট মোড় সংলগ্ন স্থানে আন্দোলনকারীদের থামিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
-
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিজিবি, পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
-
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের স্থাপিত দুটি ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। পরে সচিবালয় রোডে স্থাপিত আরেকটি ব্যারিকেডের সামনে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
-
মিছিলে অংশ নেওয়া নেতারা ওসমান হাদির ওপর হামলার দ্রুত বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, রাজনৈতিক সহিংসতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর ধারাবাহিক হামলা চলছে, যা অবিলম্বে বন্ধ করা জরুরি।
-
নেতারা বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
-
কর্মসূচি চলাকালে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হলেও বড় ধরনের সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট সংলগ্ন এলাকা থেকে কর্মসূচি ও মিছিলের দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন মাহবুব আলম।