ঢাকায় এখনও ঝুলছে নির্বাচনী পোস্টার
নির্বাচনী তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পোস্টার ও ব্যানার সরানোর নির্দেশ থাকলেও রাজধানীর কয়েকটি এলাকা এখনও সেই নির্দেশ অমান্য করছে। ঢাকা ১১ ও ১৭ আসন ঘুরে দেখা গেছে, অনেক পোস্টার ও ব্যানার উন্মুক্ত স্থানে ঝুলে রয়েছে। ছবি: মাহবুব আলম
-
বিশেষভাবে বাড্ডা ও গুলশান এলাকা থেকে নেওয়া ছবি প্রমাণ করছে, নির্দেশনার সময়সীমা অতিক্রম হওয়া সত্ত্বেও এসব নির্বাচনী উপকরণ সরানো হয়নি।
-
বৃহস্পতিবার দুপুরে তোলা ছবিতে দেখা গেছে ব্যানারগুলো বিভিন্ন জায়গায় ঝুলে রয়েছে, যা নগরীর সৌন্দর্যহানি ঘটাচ্ছে এবং যান চলাচলের স্বাভাবিক প্রবাহে বিঘ্ন সৃষ্টি করছে।
-
নির্বাচনী তফসিল অনুযায়ী, পোস্টার ও ব্যানার সরানোর সময়সীমা একটি গুরুত্বপূর্ণ নিয়ম, যা নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। কিন্তু রাজধানীর ব্যস্ততম এলাকা এই নির্দেশনা উপেক্ষা করার ঘটনা উদ্বেগজনক।
-
এই ধরনের নিয়মের প্রতি উদাসীনতা ভোটারদের মধ্যে নেতিবাচক বার্তা ছড়াতে পারে এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় দুর্বলতার প্রতিফলন ঘটায়।
-
আঞ্চলিক পর্যায়ে কয়েকটি দল এরমধ্যেই পোস্টার সরিয়ে নিয়েছে, কিন্তু ঢাকার কেন্দ্রস্থলগুলোতে এখনও অনেকে রয়ে গেছে। ফলে নির্বাচনী প্রচারণার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
-
নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা রক্ষায় সঠিক সময়ে সমস্ত পোস্টার ও ব্যানার সরানো এবং নগরীকে পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।
-
ভোটারদের সুষ্ঠু নির্বাচনের অধিকার নিশ্চিত করতে এই ধরনের নিয়ম মানা অপরিহার্য।