রাজপথে প্রতিবাদ, রাজপথেই ইবাদত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্র-জনতা। ১৮ ডিসেম্বর রাতে শুরু হওয়া এই আন্দোলন আজও অব্যাহত রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার শাহবাগ মোড়েই জুমার নামাজ আদায় করেন তারা। ছবি: জাগো নিউজ
-
নামাজের আগে আন্দোলনরত ছাত্র-জনতা শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
-
এ সময় ‘এই মুহূর্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘এক দুই তিন চার, ইন্টেরিম গদি ছাড়’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা।
-
আজান দেওয়ার পরপরই শাহবাগ মোড়ে নামাজের প্রস্তুতি নিতে শুরু করেন আন্দোলনকারীরা।
-
নির্ধারিত সময়ে সড়কের মধ্যেই কাতারবদ্ধ হয়ে জুমার নামাজে দাঁড়িয়ে পড়েন ছাত্র-জনতা।
-
নামাজ শেষে তারা পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
-
আন্দোলনকারীদের দাবি, হাদীর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। এদিকে অবরোধের কারণে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।