যে সিদ্ধান্তগুলো তাকে বিতর্কিত করল, তবু ইতিহাসে রাখল অবিনশ্বর

প্রকাশিত: ০৮:২২ এএম, ১৯ নভেম্বর ২০২৫ আপডেট: ০৮:২২ এএম, ১৯ নভেম্বর ২০২৫

ক্ষমতার শীর্ষে অবস্থান মানেই প্রশংসার পাশাপাশি সমালোচনাকেও সঙ্গী করে চলা। ইন্দিরা গান্ধীও তার ব্যতিক্রম নন। ভারতের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, যা একদিকে তাকে এনে দিয়েছিল অকুণ্ঠ সমর্থন, অন্যদিকে সৃষ্টি করেছিল তীব্র বিতর্ক। কখনও কঠোর রাজনৈতিক পদক্ষেপ, কখনও রাষ্ট্রীয় নিরাপত্তার নামে আপসহীনতা-তার প্রতিটি সিদ্ধান্তই ছিল দৃঢ়, সাহসী এবং পরিস্থিতি-নির্ভর। সমালোচনার তীর যতই তার দিকে ছুটে আসুক, ইতিহাস কিন্তু তাকে দেখে অন্য দৃষ্টিতে-এক এমন নেত্রী হিসেবে, যিনি ঝুঁকি নিতে ভয় পাননি এবং রাষ্ট্রের স্বার্থে কখনো কখনো কঠিনতম পথও বেছে নিয়েছিলেন। সেই সিদ্ধান্তগুলোই আজ তাকে যতটা বিতর্কিত করেছে, ঠিক ততটাই তাকে জায়গা করে দিয়েছে ইতিহাসের অবিনশ্বর পাতায়। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে