দেশজুড়ে

হবিগঞ্জে ইউপি সদস্য প্রার্থীকে হত্যাচেষ্টা

হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে এক মেম্বার প্রার্থীকে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার সকালে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল ও আহত প্রার্থীর পারিবারিক সূত্র জানায়, লামাতাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবপাশা গ্রামের শরিফুল আব্দাল (৪২)। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো চারজন। তারা হচ্ছেন, জাহেদ মিয়া, মাসুক মিয়া, আশিক আহমদ ও জাকির হোসেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি পার্শ্ববর্তী মহল্লায় নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা আশপাশ খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে মেম্বার প্রার্থীকে তার বসত বাড়ির পাশে একটি জমিতে গাছের সঙ্গে হাত-পা বাঁধা ও গলায় গামছা দিয়ে পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করেন। এসময় তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। এরপর তৎক্ষণিকভাবে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার চাচতো ভাই আলতাফ মিয়া জানান, তিনি ইতিপূূর্বে ওই ওয়ার্ডের মেম্বার ছিলেন। আসন্ন নির্বাচনে তিনি আপেল মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার জয়ের সম্ভাবনা বেশি রয়েছে। নির্বাচনী প্রচারণা থেকে সরে যেতে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ ব্যাপারে কোনো মামলা দায়ের করা হয়নি। উল্লেখ্য, আগামী ৪ জুন বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এবিএস