বিনোদন

অমিতাভের সঙ্গে কাজের আগে যে সতর্কবাণী শুনেছিলেন বিদ্যা

ঘটনাটি ২০০৯ সালের। বলিউড তারকা বিদ্যা বালানের বয়স তখন একদম কম। তখন তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করছেন। এমন সময় তার কাছে এসেছিল সেই সিনেমার প্রস্তাব। যেখানে তাকে বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করতে হবে।

বিদ্যার প্রায় বাবার বয়সী অমিতাভ। তিনি কিনা অভিনয় করবেন ছেলের ভূমিকায়। আর বিদ্যা অভিনয় করবেন তার মায়ের ভূমিকায়! এ সংবাদ প্রকাশ্যে আসতেই ইন্ডাস্ট্রিতে রীতিমতো তোলপাড় পড়ে যায়। প্রত্যেকেই ভেবেছিলেন, এটা কীভাবে সম্ভব? আর সেই সিনেমায় কাজ করার অভিজ্ঞতাই সম্প্রতি একটি সাক্ষাৎকারে তুলে ধরেছেন বিদ্যা বালন। তিনি বলেছেন, এই সিনেমায় অভিনয় করা নিয়ে তিনি যথেষ্ট ভয় পেয়েছিলেন। এমনকি এই সিনেমায় অভিনয় করতে রাজি হওয়ার পরে তাকে একাধিক সতর্কবার্তা শুনতে হয়েছিল। অনেকে তাকে কটাক্ষ পর্যন্ত করেছিলেন। তবে এই সবকিছু তে কান না দিয়ে, মন দিয়ে কেবল কাজটা করে গিয়েছিলেন বিদ্যা।

বলিউডে ২০ বছর পূর্ণ করে ফেললেন বিদ্যা বালন। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে, তিনি তার ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন। তখনই উঠে আসে ‘পা’ সিনেমার প্রসঙ্গ। বিদ্যা জানান, তিনি যখন চিত্রনাট্য শুনেছিলেন এবং জেনেছিলেন যে কোন চরিত্রের জন্য তাকে মনোনীত করা হয়েছে, তখন তিনি মনে করেছিলেন, পরিচালক পাগল হয়ে গিয়েছেন। অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে তিনি কিভাবে অভিনয় করবেন সেটা তার মাথাতেই আসছিল না। পাশাপাশি এটাও বিদ্যা বুঝতে পারছিলেন না যে অভিষেক বচ্চনকে কীভাবে তার নিজেরই বাবার চরিত্রে ভাবা হচ্ছে। গোটা বিষয়টাই ভীষণ অদ্ভুত লেগেছিল বিদ্যা বালানের কাছে।

বিদ্যা জানান, প্রথমে তিনি ভয় পেয়েছিলেন। ভাবনাচিন্তা করেছিলেন। কিন্তু পুরো চিত্রনাট্য শোনার পর তার মন বদলে যায়। অভিনয়ের নেশা পেয়ে বসে বিদ্যাকে। তিনি সিদ্ধান্ত নেন, এ সিনেমায় অভিনয় করতেই হবে। কিন্তু বিদ্যা যখন এ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেন, তখন অনেকে অনেক কথা বলতে থাকে বিদ্যাকে।

আরও পড়ুন:

দর্শক মাতানো সেই মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা বালান বিদ্যা বালানের বাংলা প্রীতি

অনেকেই সতর্ক করে যে বিদ্যার এই সিনেমায় অভিনয় করা উচিত নয়। অনেকে আবার বলেছিলেন, একজন বয়স্ক নারীর চরিত্রে অভিনয় করলে বিদ্যার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তবে সেই সময়ে কোনো কিছুতে কান দেননি বিদ্যা। তিনি কেবল অভিনয় মন দিয়েছিলেন। ফল ও পেয়েছিলেন। ‘পা’ মুক্তির পরে ভীষণ প্রশংসিত হয়েছিল বিদ্যার অভিনয়।

এমএমএফ/এমএস