লাইফস্টাইল

নেলপলিশ শুকিয়ে গেলে ব্যবহার করার উপায়

কমবেশি সবাই নেলপলিশ পরতে পছন্দ করেন। পোশাকের সঙ্গে রং মিলিয়ে নেলপলিশ পরাটা আজকাল ফ্যাশনের অন্যতম স্টাইল হয়ে দাঁড়িয়েছে। তবে নেলপলিশ বেশি দিন বাড়িতে রাখলে শুকিয়ে যায়। এমন হলে শুকিয়ে যাওয়া নেলপলিশটি পুনরায় ব্যবহারের উপযোগী করতে কিছু কৌশল অবলম্বন করতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক শুকিয়ে যাওয়া নেলপলিশ আবার কীভবে ব্যবহারের উপযোগী করবেন-

১. গরম পানি দিয়ে একটি পাত্রে গরম পানি নিয়ে জমে যাওয়া নেলপলিশের বোতলটি কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতে শুকিয়ে যাওয়া নেলপলিশ আবার তরল হয়ে যাবে। এরপর আগের মতো ব্যবহার করতে পারবেন। ভালো ফল পেতে নেলপলিশের বোতলটি কিছুটা রোল করে নিন। ঝাঁকাবেন না। কারণ বোতল ঝাঁকালে বাতাসের বুদবুদ নেলপলিশে মিশে যাবে।

২. রিমুভার দিয়ে শুকিয়ে যাওয়া নেলপলিশ ব্যবহার করতে কয়েক ফোঁটা নেলপালিশ রিমুভার মিশিয়ে ২ মিনিট রেখে দিন। এরপর কয়েকবার বোতলটি দুই হাতের তালুতে গোল গোল করে ঘুরিয়ে নিন। সব শেষে ঝাঁকিয়ে নিলেই নেলপলিশ আরও এক-দুইবার ব্যবহার করতে পারবেন।

৩. ফ্রিজে সংরক্ষণনেলপলিশ ফ্রিজে অনেকদিন ভালো থাকে। তাই ব্যবহারের পর এটি ফ্রিজে রেখে দিতে পারেন। আবার কোনো শুষ্ক জায়গায় কাগজে মুড়িয়েও রাখতে পারেন।

৪. সঠিকভাবে সংরক্ষণনেলপলিশের বোতলে হাওয়া, আর্দ্রতা ঢুকে গেলেই তা দ্রুত নষ্ট হয়ে যায়। তাই নেলপলিশ ব্যবহারের সময় খোলা মুখে একটা কাগজ চাপা দিয়ে আঙুল দিয়ে চেপে রাখুন। ব্যবহারের পর ঢাকনা শক্ত করে বন্ধ করুন।

সূত্র: বি বিউটিফুল ইন্ডিয়া, ডিয়ার সানডে

আরও পড়ুন ঘরোয়া উপায়ে ঠোঁট গোলাপি রাখবেন যেভাবে

এসএকেওয়াই/কেএসকে/জেআইএম