ঘরোয়া উপায়ে ঠোঁট গোলাপি রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫

হাসির অন্যতম শর্ত হলো সুন্দর ও নিখুঁত ঠোঁট। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি, লিপস্টিক ব্যবহার, অতিরিক্ত ধূমপান এবং কফি-চা খাওয়ার কারণে ঠোঁটে কালচে দাগ পড়তে পারে। ঠোঁটে কালচে দাগ শুধু সৌন্দর্য নষ্টই করে না, আত্মবিশ্বাসও কমিয়ে দিতে পারে। বাজারে ঠোঁটের দাগ দূর করার ক্রিম পাওয়া যায়। কিন্তু সেগুলো তেমন কার্যকর নাও হতে পারে।

তবে প্রাকৃতিক কিছু উপায় আছে, যা দিয়ে ঠোঁটের কালো দাগ দূর করা যায়। তাই কালচে দাগ কমিয়ে স্বাভাবিক গোলাপি ঠোঁট চাইলে কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক কীভবে ঘরোয়া উপায় ঠোঁটের কালো দাগ দূর করবেন-

মধু ও লেবুর রস

মধু ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। যাদের বেশি রোদে থাকতে হয়, তারা লেবুর সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ২০ মিনিট রেখে ভেজা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। সপ্তাহে দুইদিন ব্যবহার করুন। এতে করে ধীরে ধীরে ঠোঁটের কালচে দাগ দূর হবে।

নারিকেল তেল

নারিকেল তেল প্রাকৃতিকভাবে ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ঠোঁট শুষ্ক হয়ে পড়লে আঙুলের মাথায় একটু নারিকেল তেল নিয়ে ঠোঁটে দিন। নারিকেল তেলে থাকা প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ঠোঁটকে আর্দ্র ও সবল রেখে কালচে দাগ দূর করে।

গ্লিসারিনের ব্যবহার

গ্লিসারিন ঠোঁটকে মসৃণ ও কোমল করতে সাহায্য করে। কফি ও চিনির সঙ্গে গ্লিসারিন মিশিয়ে স্ক্রাব করলে মৃত কোষ সরে যায় এবং রক্ত চলাচল বাড়ে, যা কালো দাগ কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে গ্লিসারিন দিন এতে ঠোঁট আর্দ্র থাকবে। শুষ্কতা দেখা যাবে না।

ঘরোয়া উপায়ে ঠোঁট গোলাপি রাখবেন যেভাবে

শসার রস

ঠোঁটের কালচে দাগ হালকা করতে পারে শসার রস। অর্ধেক শসা ব্লেন্ড করে জুস তৈরি করুন। তুলার বল দিয়ে এই জুস ঠোঁটে লাগাতে পারেন। ৩০ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন। শসার জুস আর্দ্র রাখার পাশাপাশি ঠোঁটে সতেজ ভাব এনে দিতে পারে।

বিটরুটের রস

ঠোঁটে লালচে, গোলাপি আভা এনে দিনে পারে বিটের রস। বিট থেকে রস বের করে তুলার সাহায্যে ঠোঁটে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ঠোঁটের ত্বকে সতেজ রেখে পোড়া ও কালচে ভাব দূর করে ।

অ্যালোভেরার জেল

ঠোঁটে কালচে দূর করতে বেশ ভালো কাজ করে অ্যালোভেরা। তাজা অ্যালোভেরার জেল ঠোঁটে লাগিয়ে রাখুন। এরপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এতে ঠোঁটের কালচে ভাব দূর হবে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

এসএকেওয়াই/কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।