পাঠ্যপুস্তককে ক্রমশ সাম্প্রদায়ীকরণের মাধ্যমে দেশকে একটি বিভাজনের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে মৌলবাদী অশুভ শক্তি লাভবান হবে। শিক্ষার নানা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির মাধ্যমে ক্ষয় করা হচ্ছে শিক্ষার্থীদের মৌলিক অধিকার। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার অব্যাহত লড়াই সংগ্রামের মাধ্যমে রাজপথে প্রতিবাদ-প্রতিরোধে সকল অপশক্তিকে রুখে দিবে। সোমবার কক্সবাজার শহীদ দৌলত ময়দানে জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলনের প্রথম দিনের আলোচনা সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আকতার এসব কথা বলেন। দু’দিন ব্যাপী এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও শহীদ শুভাষের সহযোদ্ধা শুভাষ পাল। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব, কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুল্লাহ শহীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেহিদী হাসান রুবেল, চট্রগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাহিদ আল মোস্তফা, কক্সবাজার জেলা সংসদের সহ-সভাপতি অর্পন বড়ুয়া ও অনুপম চক্রবর্তী প্রমূখ। জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব পাভেল দাশ। এর আগে বর্ণাঢ্য একটি র্যালি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সায়ীদ আলমগীর/এফএ/এমএস