দেশজুড়ে

বাজিতপুরে একসঙ্গে ৫ হাজার শিক্ষার্থীর বই পড়ার আয়োজন

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই প্রতীক্ষার অবসান। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ক্লাসের আয়োজনের রেশ কাটতে না কাটতেই এবার আরেক কীর্তি গড়তে যাচ্ছে কিশোরগঞ্জ।এবার একসঙ্গে ৫ হাজার শিক্ষার্থীকে নিয়ে বই পাড়ার আয়োজন করেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভাস্কর দেবনাথ বাপ্পি জানান, শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বাজিতপুর উপজেলার ভাগলপুর নাজিম ভূঁইয়া মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাঠে শামিয়ানা ছাড়া শিক্ষার্থীদের বসার জন্য এক হাজার ৫০০ বেঞ্চ স্থাপন করা হয়েছে।অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বই পড়া অনুষ্ঠানে বাজিতপুরের ১৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেবে। তারা নিজেদের পাঠ্যবইয়ের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ পড়বে। এর আগে গত ১১ জানুয়ারি কুলিয়ারচরে একসঙ্গে তিন হাজার দুই শত শিক্ষার্থীর অংশ গ্রহণে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও আইসিটি ক্লাসের আয়োজন করে কুলিয়ারচর উপজেলা প্রশাসন। এটি এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার অপেক্ষায়।নূর মোহাম্মদ/এআরএ/পিআর