অত্যাধুনিক বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পদ্মা সেতু সংলগ্ন মাদারীপুরের শিবচরের প্রত্যন্ত চরাঞ্চল চরজানাজাত কাঠালবাড়ি পরিদর্শন করলেন প্রতিনিধি দল।শনিবার দুপুরে গৃহায়ন, গণপূর্ত, নগর উন্নয়ন অধিদফতরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ স্থান পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তারা সরেজমিনে প্রস্তাবিত বিমানবন্দরের স্থানসহ চরাঞ্চল ঘুরে দেখেন। তারা ভূমি কর্মকর্তাদের কাছ থেকে ভূমির নকশাসহ দাগ খতিয়ান দেখে লিপিবদ্ধ করে নেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। প্রতিনিধি দলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী হারিজুর রহমান, সিনিয়র সহকারী মো. তৌফিকুজ্জামান, গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মৌমিতুর রহমান, নগর উন্নয়ন অধিদফতরের সিনিয়র প্ল্যানার মো. তারেকুজ্জামান ছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের প্রধান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পরিকল্পনা বিভাগের সদস্য খোরশেদ আলম জানান, পদ্মাসেতুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী এসব এলাকায় নানা উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নিয়েছেন। এর মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে এখানে এসেছি। আমরা সরেজমিনে এর সম্ভাব্যতা দেখে গেলাম।এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম