“শতবর্ষের পথে বাংলা বিভাগ” এই প্রতিপাদ্য নিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অ্যালামনাই’-এর দিনব্যাপী পুনর্মিলনী আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অ্যালামনাই’-এর পক্ষ থেকে রেজিস্ট্রেশনকৃত সকল সদস্যকে অনুষ্ঠানে উপস্থিত থাকাতে অনুরোধ করা হয়েছে।
এমএইচ/এমবিআর/পিআর