জোকস

আজকের জোকস : ওদের কি জ্ঞান ফিরেছে?

ওদের কি জ্ঞান ফিরেছে?

লালু সবজি কিনতে বাজারে গেছে। গিয়ে দেখে সবজিওয়ালা সবজির ওপর পানি ছিটাচ্ছে। তা দেখে লালু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। একটু পরে বলল-

লালু : ওদের কি জ্ঞান ফিরেছে?

দোকানদার : কেন?

লালু : জ্ঞান ফিরলে ওখান থেকে এক কেজি দিয়েন তো।

আরও পড়ুন- আজকের জোকস : প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম

****

একটি মেয়েকে বিয়ে করেছি

পুলিশ : আপনি কি বিবাহিত?

বশার : হ্যাঁ, একটি মেয়েকে বিয়ে করেছি।

পুলিশ : আরে! সেটা তো বটেই, কেউ কি ছেলেকে বিয়ে করে নাকি?

বশার : হ্যাঁ, করেছে তো!

পুলিশ : কে করেছে?

বশার : আমার বোন।

আরও পড়ুন- আজকের জোকস : আপনাকে কবর দিতে গেছে

****

আমার বিবি হাসপাতালে

হাসপাতালে ভর্তি করা হয়েছে বল্টুর গর্ভবতী স্ত্রীকে-

নার্স : অভিনন্দন, আপনার ঘর আলোকিত করে ছেলে এসেছে।

বল্টু : আরি বাবা! কী টেকনোলজির যুগ।

নার্স : এ কথা বলছেন কেন?

বল্টু : আমার বিবি হাসপাতালে আর ছেলে ঘরেই হলো।

এসইউ/জেআইএম