পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়সহ ভারী বর্ষণ হয়েছে। এতে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া না গেলেও সাময়িক সময়ের জন্য জনজীবন বিপর্যস্ত হয়। সোমবার দুপুর ১২টার দিকে পুরো আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়। এর সঙ্গে যুক্ত হয় বজ্রপাত।
জানা গেছে, ঝড়ের সময় মহাসড়ক ও শহরের সড়কে যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করে। অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চসহ সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ। তবে ঢাকাগামী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
বেসরকারি চাকরিজীবী সুভজীত বলেন, ভারী বর্ষণের ফলে ঘর থেকে বের হতে অনেক কষ্ট হয়েছে। কাজের কারণে বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে কর্মস্থ যাচ্ছি।
এ বিষয়ে পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত বলেন, বর্তমানে কোন ঘূর্ণিঝড় বা বাতাস না থাকায় এখন পর্যন্ত ফসলের কোনো ক্ষতি হয়নি। বরং হালকা বৃষ্টিতে ফসলের উপকার হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/এমএস