ফিচার

নারীর ভালোবাসা পেতে যা করবেন

ভালোবাসার জন্য মানুষ কত কিছুই তো করে। কেউ কেউ আবার ভালোবাসা হারিয়ে হয়ে যান দিশেহারা। মনে রাখবেন, কারো ভালোবাসা পেতে চাইলে আপনাকেও তো কিছু করতে হবে। এককেন্দ্রিক ভালোবাসা কখনোই ফলপ্রসু হয় না। প্রিয়জনের ভালোবাসা পেতে জেনে নিন কিছু উপায়—

১. ভালোবাসার মানুষের কাছে কোনো কিছু গোপন রাখবেন না। ২. প্রিয়জনের কাছে সব সময় সৎ থাকার চেষ্টা করবেন। ৩. প্রিয় মানুষটির দুর্বলতম স্থানে কখনো আঘাত করবেন না।৪. প্রিয় নারীর কাছে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। ৫. ব্যক্তিত্ববান পুরুষকেই নারীরা পছন্দ করে থাকেন।৬. মনের মানুষের প্রতি যত্নবান হোন।৭. পুরুষদের সেন্স অব হিউমার নারীদের আকৃষ্ট করে।

> আরও পড়ুন- যে সময় মুখ খুলবেন না

৮. প্রিয় মানুষকে পার্থিব দুঃখ-কষ্ট থেকে ভুলিয়ে রাখতে হবে। ৯. পরিষ্কার-পরিচ্ছন্ন ও ফিটফাট থাকতে চেষ্টা করুন।১০. প্রিয়তমার চোখে চোখ রেখে কথা বলুন। ১১. না বলা কথাগুলো বলে ফেলুন।

১২. প্রিয় নারীকে কখনো আপনার দুঃখ-কষ্ট বুঝতে দেবেন না। ১৩. প্রিয়জনের সামনে সব সময় হাসি-খুশি থাকুন। ১৪. প্রিয় মানুষকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করুন।১৫. প্রিয় নারীর পছন্দ-অপছন্দের প্রতি যত্নবান হোন।

এসইউ/পিআর