দেশজুড়ে

নবীনগরে ছাত্রলীগের ৩ কমিটি বিলুপ্ত

আলোচনা-সমালোচনার পর অবশেষে বাতিল করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি। ওই কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৫ জন পদধারী নেতা বিবাহিত। এর ফলে বেশ কদিন ধরেই ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন তৃণমূলের নেতাকর্মীরা।

যদিও মোয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার কারণ দেখিয়ে কমিটি বিলুপ্ত ঘোষণা করে শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জেলা ছাত্রলীগ। একই সঙ্গে নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগ ও নবীনগর পৌর ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, ছাত্রলীগকে ঢেলে সাজানোর জন্যই ওই তিন মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে।

আজিজুল সঞ্চয়/বিএ/এমএস