যে ক্রিকেটার অভিষেকেই অধিনায়কপ্রশ্নকর্তা: বলুন, কোন ইন্ডিয়ান খেলোয়াড় নিজের প্রথম ম্যাচেই দলকে নেতৃত্ব দিয়েছিল। এমনকি অপরাজিত থেকে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিল। এছাড়া খেলার শেষ বলে ছক্কা মেরে এক দুর্দান্ত ইংলিশ টিমকে হারিয়ে দিয়েছিল?প্রার্থী: স্যার, আমির খান। লাগান মুভিতে।
****
প্রচণ্ড বাতাসে ভিজে গেল যুবকসন্ধ্যায় গ্রামের ছোট্ট এক ক্লাব ঘরে বসে তাস পেটাচ্ছে কয়েকজন। একজন উঠে বলল, ‘এক মিনিট! ছোট কাজ সেরে আসি।’
সে ফিরে এলে দেখা গেল, তার সারা পোশাকে পানির ছিটা। তাই সবাই জিজ্ঞেস করল, ‘কিরে বাইরে বৃষ্টি নাকি?’ সে বলল, ‘না, বাইরে প্রচণ্ড বাতাস! তাই ভিজে গেলাম।’
****
কান ধরে দাঁড়িয়ে আছিস কেন?ছেলেটা একদম বজ্জাতের হাড্ডি। রোজ স্কুল থেকে অভিযোগ আসে। আর তা শুনে শুনে ছেলেটির মা-ও সাজা দিতে ভুল করেন না। একদিন মা বললেন-মা: কিরে পিপলু, কান ধরে দাঁড়িয়ে আছিস কেন, বাবা? পিপলু: মা তুমিই তো বললে স্কুলে কী কী করেছিস দেখা।
এসইউ/জেআইএম