আবার উঠবে জেগে
আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছেনির্ঘুম রাত দীর্ঘ হচ্ছেদীর্ঘ হচ্ছে দিবস ও গোধূলিমৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছেদীর্ঘ হচ্ছে অসহায়ের দলদীর্ঘ হচ্ছে চোরের দল!দীর্ঘ হচ্ছে মানবিকতার দেয়ালওশুধু ক্রমশই ছোট হচ্ছে জীবনতবুও মানুষের বাঁচার আকুতিপ্রিয়জন হারানোর কান্নাঅদৃশ্য কণার দৃশ্যতায় নাড়াতে নাড়াতেসমগ্র বিশ্ব আজ দোদুল্যমান
আবার উঠবে জেগে বিশ্বাসের বাতিঘরশান্তির অবগাহনপরিণত পৃথিবীস্বস্তির নির্মল নিশ্বাস।
****
করোনা ভাবনা
ভেবে নেন তবে করোনা হবেদুশ্চিন্তাকে ছুটি দেন সবেবেঁচে যান যদি ইমিউনিটির জোরেথাকবেন যুদ্ধ জয় করেআর যদি না-ই হয় রক্ষানাই তার কোনো ব্যাখ্যা!
তবে মেনে চলেন বিধিনিজের জন্য থেকে যাবে নিধিকিছুটা হলেও পেতে পারেন স্বস্তিকরতে পারবেন যত খুশি মাস্তি!না হয় পেতে হবে না মানার শাস্তি
ভেবে নেন তবে করোনা হবেএই হোক তবে মনোতুষ্টিপরিবর্তন করলেন না হয় মনোদৃষ্টিআঁখি-পল্লব ঘন মেঘে নেমে আসুক শান্তির বৃষ্টি!
বিরচিত হোক বাঁচা-মরার কাব্য!
এসইউ/পিআর