জোকস

আইনস্টাইনের মজার ঘটনা: পদার্থ বিজ্ঞানের ছাত্র

বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছিলেন খুবই রসিক মানুষ। একটু ভুলোমনা তবে সব সময় কথার মজা করতে ভালোবাসতেন। ব্যক্তিগত জীবনে আইনস্টাইন আসলে অনেক সহজ সরল মানুষ ছিলেন। তার জীবনের বিভিন্ন ঘটনাই প্রমাণ করে তিনি কতটা রসিক মানুষ ছিলেন।

এক পার্টিতে আইনস্টাইনকে চিনতে না পেরে এক তরুণী প্রশ্ন করলেন, আপনি কী করেন? আইনস্টাইন উত্তর দিলেন, আমি পদার্থ বিজ্ঞানের ছাত্র।

তরুণী অবাক হয়ে বললেন, আপনি এখনও ছাত্র! আর আমি গত বছর পাশ করেছি!

লেখা: সংগৃহীতছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

কেএসকে/এমএস