আবারও জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইফ খান ও অভিনেত্রী নিপুণ আক্তার । তবে এবার রুপালি পর্দায় নয়, এই জুটিকে একসঙ্গে দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে।
জানা গেছে, শুক্রবার (২১ অক্টোবর) ঢাকার উত্তরায় একটি শুটিং হাউজে চলচ্চিত্র পরিচালক উত্তম আকাশ পরিচালিত ইস্টান টিউব ও ইস্টান এল ই ডি বাল্ব-এর বিজ্ঞাপনে মডেল হয়েছেন তারা। বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কয়েকদিনের মধ্যে প্রচার হবে।
চিত্রনায়ক সাইফ খান বলেন, ‘চমৎকার একটি কাজ করলাম। আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিল নিপুণের সঙ্গে। এত বছর পর তার সঙ্গে কাজ করে অনেক ভালো লাগছে। বিজ্ঞাপনের জিঙ্গেলটিও দারুণ। বিজ্ঞাপনের নির্মাণও ভালো হয়েছে। আমার বিশ্বাস এটি দর্শকদের ভালো লাগবে।’
এছাড়া নিপুণের সঙ্গে আরও কিছু কাজের কথা চলছে আশা করি এগুলোও শিগগিরই চূড়ান্ত হবে, যোগ করেন চিত্রনায়িক সাইফ খান।
এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘জিঙ্গেলটি চমৎকার। বিজ্ঞাপনের নির্মাণও ভালো হয়েছে। আমার বিশ্বাস এটি দর্শকদের ভালো লাগবে। আর অনেক বছর সাইফ আর আমি একসঙ্গে কাজ করলাম। কাজটি করে ভালো লেগেছে।
উল্লেখ্য, সাইফ খানের প্রথম সিনেমা ‘বন্ধু মায়া লাগাইছে’ তে নায়িকা ছিল নিপুণ আক্তার |
এমআই/এমএমএফ/এমআরএম