জাতীয়

শুরু হলো ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠান

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’র পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানের। রোববার সকাল সাড়ে ১০টা দিকে শাহবাগ চত্বরে শুরু হওয়া এই অনুষ্ঠানটি চলবে বিকেল ৫টা পর্যন্ত।ঢাকার প্রতি ভালোবাসা জানান দিতে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।আয়োজকরা জানান, অনুষ্ঠানে ভিন্নমাত্রা নিয়ে আসতে থাকবে বৈচিত্র। এর মধ্যে রয়েছে গুণীজনের কথা, ঢাকার ঐতিহ্যের প্রদর্শনী, ঢাকাইয়া খাবারের আয়োজন ও কনসার্ট।এবিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন রোববার সকালে জাগো নিউজকে জানান, অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি সবাই উপভোগ করবেন। তিনি আরো বলেন, ২০১৬ সালকে পরিচ্ছনতার বছর ঘোষণা করা হয়েছে। নগরবাসীকে পরিচ্ছন্নতার কাজে উদ্বুদ্ধ করতে এইরকম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে ডিএসসিসি। আশা করছি আমারা আমাদের উদ্দেশ্য পূরণ করতে পারবো। এএম/এসকেডি/আরআইপি