নীরবতা ভেঙেছো গোলাপসিল্কি কাপড়ে অনেক সুন্দর হয়েছো তোতোমাকে সাজিয়েছে—কীভাবে বলি—এ জ্যোৎস্নাবাগান স্বর্গ করেছে আজহৃদয়ে সমৃদ্ধ সোপান গড়ে।
তুমি কমলা হতে গিয়েছিলেতুমি নীল হতে চেয়েছিলেতোমার গন্ধে মৌমাছিরা জোটেমানুষেরা যায় আসে।
নীরবতা ভেঙেছো গোলাপতাই, তুমি আজ অপরাজেয়।
****
নীলকণ্ঠ হোক ইচ্ছেগুলো
ইচ্ছা একটি চিরন্তন তৃষ্ণাইচ্ছের সীমা নেইতৃষ্ণার শেষ নেই।
ইচ্ছাশক্তি সাফল্যের বৃহত্তম মুকুটহৃদয়ের সেরা স্পন্দন।
বিষ হজম করে নীলকণ্ঠ হোক ইচ্ছেগুলো।
****
নীল-দিগন্ত
নীল-দিগন্তের দিকে চোখ রাখলাম, একজোড়া চিল, একঝাঁক শালিক এলোমেলো মেঘ, একটু বৃষ্টিভাস্কর্য মূর্তি—একটি মানচিত্রআমার কল্পনার কাছাকাছি।
আজ আমাকে নাড়া দেয়,গ্রীষ্মের বাতাসের মতনঢেউয়ের সাগরের মতন।
****
শোনো, উত্তর দাও
এই যে মনমাধুরী, শোনো, উত্তর দাও উদার আকাশের নিচে একাই থাকবে?
কাছে গেলে কি খুব ক্ষতি হবে তোমার?খুব কাছে গেলে খুব রাগ করবে?
****
বৃষ্টিভেজা গোলাপ
বৃষ্টিভেজা গোলাপ,ফুলের চুম্বনে প্রতিটি ফোটাকোমল, সরল, আবেগপূর্ণআমাকে আনন্দে আপ্লুত করছে।
এসইউ/জিকেএস