দেশজুড়ে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরে শ্রীপুরের লোহাগাছ এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের হুক ভেঙে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, শ্রীপুরের লোহাগাছ এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগির হুক (বাফার স্পিং) ভেঙে যায়। এতে ট্রেনটি বিকল হয়ে পড়ে এবং ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।                      আমিনুল ইসলাম/এসএস/পিআর