নেদারল্যান্ডসের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে বাংলাদেশ। তবে এই জয়ের সঙ্গে সঙ্গে মারাত্মক দুটি দুঃসংবাদও শুনতে হয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। স্পিনার আরাফাত সানি এবং পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মাঠের আম্পায়াররা। তবে সানি-তাসকিনের খেলা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই টাইগার কোচ হাতুরুসিংহের। সাংবাদিকদের সাথে আলাপকালে টাইগার এই কোচ বলেন, ‘আশা করি এটা বড় কোনো সমস্যা হবে না। আপাতত পরের ম্যাচগুলো খেলতে দুই জনেরই কোনো বাঁধা নেই। আর তাই এসব নিয়ে আমরা খুব একটা দুশ্চিন্তা করছি না।’ উল্লেখ্য, ডাচদের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কাছে আরাফাত সানি এবং তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানান আম্পায়াররা। তারা আইসিসির কাছে এ বিষয়ে অভিযোগ করতে পারেন। এরপর অফিসিয়িালি রিপোর্ট এলে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাসকিন আহমেদ এবং আরাফাত সানিকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনুমোদিত কোনো পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হতে পারে বাংলাদেশের এই দুই বোলারকে।এমআর/পিআর