লুকিয়ে কেন মিথ্যে এমন?
ফুড়িয়ে গেলে প্রয়োজনফিরিয়ে তুমি দেবেআমার সকল আয়োজনবৃথাই রয়ে যাবে।
বাড়িয়ে দেওয়া হাতটি যখনহারিয়ে খুঁজে পাবেআর হবে না সময় তখননতুন পাওয়ার লোভে।
লুকিয়ে কেন মিথ্যে এমন? সাজিয়ে নাটক তবেভালো তুমি বাসলে কখন? অভিনয়ে ডুবে।
জ্বালিয়ে যাবে অগ্নি দহন জড়িয়ে থাকা বুকেহোক না আমার দগ্ধ জীবনতুমি থাকো সুখে।
****
তবুও তুমি রাধা
থাক না এমন ভালোবাসামায়ায় পড়ে বাঁধানাইবা হলো কাছে আশাতবুও তুমি রাধা।
কোথায় পাব কোথায় পাবোতোমার সকল দ্বিধাআমি না হয় কৃষ্ণ হবোভাঙতে সকল ধাঁধা।
থাক না তোমার খোঁপার বেলিলাগুক পায়ে কাঁদামেঠোপথে আজ গোধূলিহোক না ধুলোয় সাদা।
মিটবে কবে তোমায় নিয়েআমার স্বপ্ন সুধাভালোবাসি বলবো গিয়েতোমায় প্রিয় রাধা।
এসইউ/জিকেএস