ডোনাট খেতে কমবেশি সবাই পছন্দ করেন। আর তা যদি হয় চকলেট ডোনাট তাহলে তো কথায় নেই! বিশেষ করে শিশুদের বেশি পছন্দের খাবার এটি।
বেশিরভাগ সময়ই বিভিন্ন পেস্ট্রি হাউজ কিংবা কেকের দোকান থেকেই কেনা হয় চকলেট ডোনাট। তবে চাইলে ঘরেও কিন্তু সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন এই ডোনাট। রইলো সহজ রেসিপি-
উপকরণ
১. ময়দা ২ কাপ২. ইস্ট ২ টেবিল চামচ ৩. চিনি ৬ টেবিল চামচ৪. তেল ৪ টেবিল চামচ৫. লবণ স্বাদমতো৬. কুসুম গরম পানি পরিমাণমতো৭. চকলেট পরিমাণমতো ও৮. সুইট বল সাজানোর জন্য।
আরও পড়ুন
• ছিটা রুটির সঙ্গে খান হাঁস ভুনা, রইলো রেসিপি
• ঘরেই প্যাটিস তৈরি করবেন যেভাবে
পদ্ধতি
সব উপকরণ একসঙ্গে মেখে রুটির খামির তৈরি করে ঘণ্টাখানেক ঢেকে রাখুন। এবার অল্প তেলে চকলেট চুলার আঁচে গলিয়ে নিতে হবে। চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গেই তেল গরম হলেই চকলেট গলে যায়।
চকলেট গলে গেলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঘণ্টাখানেক পর রুটির খামির নিয়ে মোটা করে রুটি বেলে ডোনাট কাটার দিয়ে কেটে ডুবো তেলে ভাজতে হবে।
এবার ভাজা ডোনাটের উপর ঢেলে দিলেই চকলেট শুকিয়ে যাবে। এবার শুকিয়ে যাওয়া চকলেট এর উপর সুইট বল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে চকলেট ডোনাট।
জেএমএস/জেআইএম