দেশজুড়ে

আরিফুল হকের জামিনের মেয়াদ বাড়েনি

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হকের জামিনের মেয়াদ বৃদ্ধি না পাওয়ায় বিস্ফোরক মামলায়ও জামিনের মেয়াদ বাড়ানো হয়নি। রোববার বিস্ফোরক মামলার নির্ধারিত তারিখে তার পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান তার আইনজীবীরা। শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজ পারভীন তা নামঞ্জুর করেন। এর আগে ১১ এপ্রিল সিলেট দ্রুত বিচার আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ আবেদন করেন আরিফ হক চৌধুরী। আদালত এ আবেদন গ্রহণ না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, বিস্ফোরক মামলায় গত ২২ ফেব্রুয়ারি বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ পলাতক ১০ আসামির মালামাল ক্রোকের আদেশ দেন জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ। কিন্তু ক্রোকাদেশ তামিল হওয়ার তথ্য আদালতে না আসায় মামলার চার্জ গঠন হচ্ছে না। সকালে আদালতে মামলার নির্ধারিত তারিখে আরিফুল হকের জামিন বাড়ানোর জন্য প্রার্থনা করেন অ্যাড. মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন। সরকার পক্ষের বিরোধীতা করেন পাবলিক প্রসিকিউটর সিরাজুল হক চৌধুরী। এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/পিআর