সাহিত্য

অপরাজিতাদের ছায়া এবং অন্যান্য কবিতা

অপরাজিতাদের ছায়া

ওপারে অপরাজিতার বাড়িজানি না কতটা নিশ্চুপ সেকতটা চাপানো বেদনায়!মাঝে নদী, বটের ছায়া, ফসলের মাঠপাখির ডাক, ওপরে বিশাল আকাশইচ্ছেগুলোকে চেপে রেখেছে মোড়লগিরিখাঁচায় রাখা হয়েছে অপরাজিতাকেগতিপথ করতে বদলপায়ের নূপুর যেন শিকলের ঝনঝন।

অপরাজিতার মন সিলভিয়া প্লাথেরঅপরাজিতার শক্তি মায়া অ্যাঞ্জেলাঅপরাজিতার দরকার আলোর পথঅপরাজিতাদের ছায়া হবে কে?অপরাজিতারা আমাদের হবে কবে?যদি কাছে টানি অপরাজিতাদেরযদি উদার হয় ছায়াগুলোমরুভূমির ঘাসগুলো হবে গাঢ় সবুজ—সাভানা তৃণভূমি।

****

আমার বৃহত্তম কবিতা

উত্তাপ দহনের কঙ্কালে ভেসে ওঠে অন্ধকারগুলোমৃত আর প্রেত করে ঠক ঠক…

দুই হাতে শুধুই ফুল রাখিনি কবিতা রেখেছিরূঢ় জমিতে ফসল ফলাবো এই কবিতা দিয়েকবিতার চেতনায় সূর্যসেনদের উল্লাসমগজে সালাম-মতিউরবেহুলা লক্ষিন্দররোকেয়া, পদ্মা, মাথাভাঙ্গা…

এই আমার বৃহত্তম কবিতা

****

সাকুল্যে বেতন

একমাসের বেতন শুধু প্রেম।

কয়েকটি চুমু। কয়েকটি ব্যথা।কয়েকটি মায়াকয়েকটি দেখাদেখি। কয়েকটি অভিমানআনন্দাশ্রু কয়েক আউন্স।

এই আমার সাকুল্যে বেতন।

****

খুঁজি তোমাকেই

ঠান্ডা দেখে করি না ভয়ভয় কি তাতে! ঠান্ডার আড়ালে আলো আছে!তোমার উষ্ণ আপ্যায়নডাবলিনের হিম করে দেয় শারজাহর মরুভূমি।

ঠান্ডা পেরিয়ে উষ্ণতা পাইতাই তো খুঁজি তোমাকেই।

****

মুক্তমনা আলো

ঝলমলে ডানা, মুক্তমনামন করে উচাটন, দুহাত প্রসারিত।

নিচের অন্ধকার, মাঝের ধূসর ছাড়িয়েখোলা খোলা আলোবলাকার ডানায় ঝোপ ঝোপ আশার বসতি।

ওইটা নয় দূরের, কাছেই।

এসইউ/এএসএম